রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪

হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হকের পক্ষে ধানের শীষের সমর্থনে মিছিল

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হকের পক্ষে ধানের শীষের সমর্থনে মিছিল

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) হাজীগঞ্জ বাজার এলাকায় মিছিল শেষে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপি কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সম্মুখে এসে জড়ো হন। মিছিলশেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিমসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল পাটওয়ারী, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ পৗরসভা ও উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়