শনিবার, ৩০ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২০:৫০

ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা

এ দেশের ছাত্র-জনতা কেবল একটি নির্বাচনের জন্যে জুলাই যুদ্ধে অংশ নেয় নি --শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন

স্টাফ রিপোর্টার
এ দেশের ছাত্র-জনতা কেবল একটি নির্বাচনের জন্যে জুলাই যুদ্ধে অংশ নেয় নি --শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারি জেনারেল কেএম ইয়াসিন রাশেদসানী।

শেখ মোহাম্মদ জয়নাল আবদিন বলেন, আমাদের দেশে অনেক মেধাবী আছে, কিন্তু সবাই তাদের মেধাকে ন্যায়ের পথে ব্যয় করে না। তাই মেধাবী হওয়ার চেয়ে নীতিবান ও আদর্শিক মানুষ হওয়াটা জরুরি। তোমরা যারা মেধাবী শিক্ষার্থী হিসেবে জিপিএ ফাইভ পেয়েছ, তাদের কাছে দেশ এবং মানুষের অনেক প্রত্যাশা রয়েছে।

তিনি আরো বলেন, জুলাইযোদ্ধারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে আমাদের সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। অথচ সেটি না করে জুলাইযোদ্ধাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা মনে করি জুলাইযোদ্ধাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আপনাদের যুদ্ধ তখনই শেষ হবে, যখন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই স্বপ্ন হলো একটি আদর্শিক রাষ্ট্র গঠন করা। যে রাষ্ট্রে মানুষের টাকা লুটপাট করে কেউ বিদেশে বেগমপাড়া তৈরি করবে না। যে রাষ্ট্রে একজন মানুষও নিরাপদহীন থাকবে না। যে রাষ্ট্রে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হবে।

শেখ মোহাম্মদ জয়নাল আবদিন বলেন, এদেশের ছাত্র-জনতা কেবলমাত্র একটি নির্বাচনের জন্যে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেনি। অথচ একটি দল জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে নির্বাচন নির্বাচন করে যাচ্ছে। স্বাধীনতার পর এদেশে অনেক নির্বাচন হয়েছে। কিন্তু দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা বন্ধ হয়নি। আজকে মব সৃষ্টি নিয়ে কথা হচ্ছে। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এদেশে মবের সৃষ্টি করেছিলো। তারা মব করে বিডিআর হত্যা, শাপলার গণহত্যা এবং ২৪ গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সেই মব জাস্টিসের বিচার না করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন আমরাও চাই, তবে তার আগে সংস্কার এবং গণহত্যার বিচারের রোডম্যাপ দিতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডিএম ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইংল্যান্ড শাখার সহ-সভাপতি অ্যাড. মো. শফিকুল ইসলাম মিয়া, নাগরিক সমাজ প্রতিনিধি আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প-বাণিজ্য সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ইউনিএইড চাঁদপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ আল আসাদ (বাবর), চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, চাঁদপুর আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ খান মোহা. নিয়াজ মোর্শেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল বাশার তালুকদার, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মো. আব্দুল্লাহ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন। অনুষ্ঠানশেষে কৃতী শিক্ষার্থী ও জুলাইযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আবেদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়