বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১:১১

হাজীগঞ্জে ব্যাপক আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুজ্জামান টুটুল।
হাজীগঞ্জে ব্যাপক আয়োজনে  স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, হাজীগঞ্জ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও সভাশেষে বর্ণাঢ্য র‍্যালি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিন বেলা দুটার পর থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যান্ড পার্টি, ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। বিকেল চারটার দিকে দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলালের সভাপ্রধানে ও সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির উপদেষ্টা সদস্য সাহাবুদ্দীন শাহিন, সহ-সভাপতি অ্যাড. ওমর ফারুক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মজুমদার, আবু বকর ছিদ্দিক সুমন, শাহজাহান রাসেল, হাছান পাটওয়ারী, জহিরুল ইসলাম, পৌর যুগ্ম আহ্বায়ক নূর মো‏হাম্মদ সবুজ, আরজীল হোসেন দীনার, আ. রবসহ কয়েক হাজার নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়