শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২

ফরিদগঞ্জে যুবলীগের অনুষ্ঠানে মুহাম্মদ শফিকুর রহমান এমপি

সমগ্র বিশ্ব আজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, শেখ হাসিনার দিকে

প্রবীর চক্রবর্তী
সমগ্র বিশ্ব আজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, শেখ হাসিনার দিকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা স্বাধীন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন সংগ্রামের মধ্যে দিয়ে। তিনি এই দেশের গরীব দুঃখি মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। তাঁর জীবনে কমপক্ষে ২০ বার তাঁকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন গোষ্ঠি হামলা চালিয়েছে। মহান সৃষ্টিকর্তার ইশারায় তিনি আজও বেঁচে আছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সমগ্র বিশ^ আজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, শেখ হাসিনার দিকে। যেখানে বিশ^ ব্যাংক পদ্মা সেঁতুর অর্থ ফিরিয়ে নিয়েছে, আজ সেই সেঁতু বাস্তবে রূপান্তরিত। শুধু তাই নয় দেশে আজ বড় বড় ম্যাগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিদেশিদের সহায়তা ছাড়াই। এটা সম্ভব হয়েছে নেত্রীর অদম্য ইচ্ছাশক্তি আর তাঁর মেধা শক্তির কারণে।

তিনি আরো বলেন- সংগ্রামী এই নেত্রীকে অনেকে আন্দোলনের ভয় দেখায়। ঐক্যবদ্ধ স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর আওয়ামী যুবলীগ সজাগ থাকলে ওইসব অপশক্তি এই সরকারের কোন কিছু করতে পারবে না।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানের শাহীনের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক আলআমিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদস্য অরুপ কর্মকার, উপজেলার যুগ্ম আহ্বয়ক হেলাল উদ্দীন আহম্মেদ। এছাড়া অসুস্থ থাকায় ঢাকা থেকে মুঠোফোনে আওয়ামীলীগ নেতা খাজে আহম্মদ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়