রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৫০

হজ পুনর্মিলনী ও ওমরা প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
হজ পুনর্মিলনী ও ওমরা প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে হজ পুনর্মিলনী ও ওমরা প্রশিক্ষণ শনিবার (১৮ আগস্ট ২০২৫ ) সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কদর ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল জুয়েল।

আলহাজ মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় ও আলহাজ্ব হাফেজ জাকির মৃধার সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বেগম মসজিদ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান, শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ওয়্যারলেস বাজার জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. সেলিম, হামদে বারী পরিবেশন করেন নতুন প্রজন্ম শিল্পীগোষ্ঠীর পরিচালক মো. সালাউদ্দিন ঢালী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্নার ডেভেলপমেন্টের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সালে আহমদ জিন্নাহ, মাছিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক বিন ইয়ামিন ও মাওলানা আবু বকর সিদ্দিক। অনুভূতি পেশ করেন ২০২৫ সালের হাজী গোলাম মাওলা সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়