প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৭
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড জামায়াতের ওয়ার্ড সম্মেলন
জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের শুধুমাত্র হাত বদল হয়েছে
....জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজি

চব্বিশের গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের শুধুমাত্র হাত বদল হয়েছে। তাই জামায়াতের সকল নেতা-কর্মীকে এ অপপ্রচার রুখতে সজাগ থাকার আহ্বান জানান জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ দারুসসালাম ইসলামিক সেন্টার মিলনায়তনে চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড জামায়াতের ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জামায়াত আমীর আরো বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। জামায়াতের প্রতি সাধারণ মানুষের গণজোয়ার দেখে কেউ কেউ আবোলতাবোল বকছেন। জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নেয়ার জন্যে আহ্বান জানান তিনি। পৌর ১০নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা ওয়ার্ড সম্মেলনে সভাপতিত্ব করেন। ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আবুল হাসানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ডের সহকারী সেক্রেটারী মো. ফরহাদ হোসেন, ছাত্রশিবিরের চাঁদপুর শহর পশ্চিম শাখার সভাপতি মো. রায়হান। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন মাওলানা ফিরোজ মাহমুদ। এছাড়া মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ মনোজ্ঞ ইসলামী সংগীত পেশ করেন।