বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৫

হাজীগঞ্জে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত হাজীগঞ্জের শহীদ আজাদ সরকার, অ্যাড. আবুল কালাম আজাদ, হান্নান ও রাসেল বকাউল সহ সকল শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান আনোয়ার হোসেন খোকন।

র‌্যালি ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলুর সভাপ্রধানে উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খাঁন ও পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত অনিকের সঞ্চালনায় র‌্যালি ও সমাবেশে বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, বিএনপি নেতা মো. মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, মাও. সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ, বিল্লাল সরদার, আব্দুল মান্নান, সেলিম খাঁন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকী, সাখাওয়াত হোসেন, মো. শহীদুল্লাহ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন বাবু, মিজানুর রহমান, মিজানুর রহমান বেপারী, রাশেদ গাজী, যুবনেতা আনিছুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল, ছাত্রনেতাদের মধ্যে রোমান মিজি, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির আহমেদ, শাহাদাত কাজী, মাইনুদ্দিন তপু, বিল্লাল সরকারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা এবং শতাধিক নারী নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়