রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৭:১৩

আপনারা ধর্মকে বিকৃত করে রাজনীতি করবেন না

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে জেলা জাসাসের মানববন্ধনে শেখ ফরিদ আহমেদ মানিক

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে জেলা জাসাসের মানববন্ধনে শেখ ফরিদ আহমেদ মানিক
চৌধুরী ইয়াসিন ইকরাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ 'অঙ্গীকারে'র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, জুলাই আন্দোলনে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল ও মেহনতি মানুষসহ অংশ নিয়েছি। তারপরেই স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। জুলাই আন্দোলনকে বিতর্কিত করার জন্যে একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়েছে। যারা ধর্মকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত ও ভোটের আশা করছে।

তিনি আরো বলেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা ধর্মকে বিকৃত করে রাজনীতি করবেন না, যার যার ধর্ম তাকে পালন করতে দেন। সকলে সজাগ থাকবেন। জুলাই আন্দোলনের মতো একটি মহৎ আন্দোলন যেন কেউ নস্যাৎ করতে না পারে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে। কারা আন্দোলন সংগ্রামে ছিলো। জুলাই আন্দোলনে চাঁদপুরের ৩১জন শহীদ হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই হলো আমাদের জাতীয়তাবাদী দলের লোক। ফ্যাসিবাদের উত্থান আর এই বাংলার মাটিতে হতে দেয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোবারক হোসেন সিকদার ও যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমানের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন, পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটওয়ারী, সদস্য সচিব সিয়াম খানসহ জেলা, পৌর জাসাসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়