রবিবার, ২৫ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৮:৩৩

মতলব দক্ষিণে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

আটক আসামীকে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

মতলব দক্ষিণ উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন শ্রমিক লীগের নেতারা।

শনিবার (২৪ মে ২০২৫) রাত ১০টায় উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং ওই মামলায় শাহজাহান প্রধান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক শাহজাহান কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন শ্রমিক লীগের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি।

আহত মেহেদী হাসান মতলব দক্ষিণ উপজেলার পাচঁঘড়িয়া গ্রামের হানিফ খানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারায়ণপুর বাজারে মেহেদী হাসানের ভগ্নিপতি নাঈমের বীজ ও কীটনাশক ঔষধের দোকানে গিয়ে চাঁদা দাবি করে শাহজাহান প্রধান ও নবীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ। দোকানে থাকা নাঈমের শ্বশুর হানিফ খান চাঁদা দিতে অস্বীকার করলে দোকানে ঢুকে জামাই- শ্বশুরকে মারধর করে। হানিফ খান মোবাইল ফোনে তার ছেলে মেহেদী হাসানকে বিষয়টি অবহিত করলে সাথে সাথে নিজ বাড়ি থেকে ঘটনাস্থলে আসে মেহেদী হাসান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তার উপরও অতর্কিত হামলা চালায় তারা। এ সময় হামলাকারীরা মেহেদী হাসানকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।

খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ এবং সেনাবাহিনীর একটি টিম রাতেই ঘটনাস্থলে ছুটে যান।

আহত মেহেদী হাসান বলেন, শাহজাহান ও নবীর দলবল নিয়ে আমার ভগ্নিপতির দোকানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় দোকানে থাকা আমার বাবা ও ভগ্নিপতি নাইমকে মারধর করে। বাবা আমাকে ফোনে জানালে আমি বাড়ি থেকে ঘটনাস্থলে যাই এবং কিসের চাঁদা জানতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় শাহজাহান প্রধান ও নবীরসহ ১০ থেকে ১৫ জন যুবক।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহাম্মদ বলেন, হামলার সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং শাহজাহান প্রধান নামক একজনকে আটক করা হয়। তাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেহেদীর বাবা হানিফ খান। রোববার (২৫ মে-২০২৫) দুপুরে আটককৃত আসামীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে অপর আসামীদের গ্রেফতার করতে যৌথবাহিনি কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়