শনিবার, ২৪ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৩:৫৮

ঢাকায় ঐক্য পরিষদের চট্টগ্রাম-সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ঐক্য পরিষদের চট্টগ্রাম-সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম-সিলেট বিভাগীয় প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৫) সকাল সাড়ে ১১টায় ঢাকাস্থ ৮৭ পুরানা পল্টন লাইনস্থিত পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ৩০৫নং হল রুমে ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, পরিমল কান্তি চৌধুরী, মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সেন দীপু এবং কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ প্রমুখ।

ওই অনুষ্ঠানে কুমিল্লা জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা। সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ খোকন, কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও সদস্য বাদল ভৌমিকসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে হলে ঐক্যের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, যে কোনো নামে একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে হলে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সকলের মতামতের ভিত্তিতে করতে হবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়ে এর সুফল-কুফল তুলে ধরেন বক্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়