শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাইমচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

শিক্ষায় গুণগত মানোন্নয়নে অনেক কিছু করা দরকার

শিক্ষায় গুণগত মানোন্নয়নে অনেক কিছু করা দরকার
সাজ্জাদ হোসেন রনি ॥

শিক্ষার্থীরা যেন মানসম্পন্ন শিক্ষা পেয়ে দেশের সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে, সেজন্যেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি শুক্রবার বিকেল ৪টায় হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচনকালে এ কথা বালেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে যেখানে যেখানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেগুলো আমরা একই সঙ্গে করে চলেছি। অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার তেমনি আমাদের শিক্ষায় গুণগত মানের জন্যে আমাদের আরও অনেক কিছু করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় আমরা নতুন করে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছি। শিক্ষার সকল ক্ষেত্রে আমাদেরকে উন্নয়ন নিয়ে আসতে হবে, কারণ আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশকে গড়ে তুলবে।

দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিরক ভবন নির্মাণ কাজের উদ্বোধনের পূর্বে শিক্ষামন্ত্রী বাজাপ্তী রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। বিকেল ৫টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সদস্য ও ফারিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, হুমায়ুর পাটওয়ারী, যুগ্ম সম্পাদক শাহাউাদ্দন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, যুবলীগ সদস্য ইসমাইল আখন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, বাজাপ্তী রমনীমহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনসহ জেলা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচনকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, মেডকিলে অফিসার মামুন রায়হান, আব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী হাইমচর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীদের সাথে উপজেলা ডাকবাংলোয় মতবিনিময় সভা করেন। এছাড়া তিনি হাইমচর বনবিভাগ কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ সম্মুখে গাছের চারা বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়