প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২২:২০
ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন হাজী মোজাম্মেল
রাষ্ট্র কাঠামো মেরামতে ফরিদগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন হাজী মোজাম্মেল। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকেলে ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় লিফলেট বিতরণ করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদর সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মাকসুদুর রহমান, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠু, উপজেলা ছাত্রদল সদস্য মনির হোসেন রুবেল, দেলোয়ার হোসেন জুয়েল, ১৫নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
লিফলেট বিতরণকালে হাজী মোজাম্মেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন। যেখানে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মাঝে পৌঁছে দেয়ার জন্যে লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ।