বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৬

চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে

------------------- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ

অনলাইন ডেস্ক
বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে
চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ডে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন।

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাজী মো. মোশারফ হোসেন। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড এলাকার বিদ্যাবতী খাল সড়ক, ছৈয়াল বাড়ি, মাঝি বাড়ি, মোল্লাবাড়ি, প্রফেসর পাড়া, জিয়া হোস্টেল ও চিত্রলেখা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। ৯নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির টিম লিডার হিসেবে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়ালের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নার্গিস খান, থানা বিএনপির প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরণ মাঝি, কাইয়ুম খান, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলনেতা ভুট্টু, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুদ্দিন গাজী, সাধারণ সম্পাদক ফারুক সরদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক ছৈয়াল, সাধারণ সম্পাদক রাশেদ মাঝি, কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজ খান, ছাত্রদলের সভাপতি আলামিনসহ অন্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোশারফ হোসেন বলেন, গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে মানেই বিএনপি ক্ষমতা পেয়েছে তা ভেবে রাজপথ ছেড়ে ঘরে বসে থাকলে চরম ভুল হবে। তাই সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এই রাষ্ট্র কীভাবে চলবে সেই রূপরেখাই ৩১ দফায় তুলে ধরা হয়েছে। বিএনপিসহ অঙ্গ-সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা মুখস্থ রাখতে হবে। একই সাথে প্রতিটি ঘরে গিয়ে ৩১ দফার পক্ষে জনমত গঠনে দাবিগুলো পৌঁছে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি ক্ষমতায় এসে যোগ্য জনপ্রতিনিধি দ্বারা এ রাষ্ট্র পরিচালিত হবে। চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি তাঁর বক্তব্যে বলেন, সরকার যেই সংস্কারের কথা বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের সেই একত্রিশ দফা উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামত বা সংস্কার সরকার যেটাই বলুক, বিএনপির এই একত্রিশ দফা বাস্তবায়ন করলেই তা হয়ে যাবে। সুতরাং সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়