বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:০২

কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির স্মরণসভা

প্রেস বিজ্ঞপ্তি
কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির স্মরণসভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি, কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে স্মরণসভা ৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৬টায় উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, শিক্ষক শাখার সদস্য দুলাল গোস্বামী, উদীচীর সম্পাদক মণ্ডলীর সদস্য জাফর আহম্মেদ ও মৈত্রী দত্ত। সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড শহিদুল্লাহ চৌধুরী ছিলেন আজীবন কমিউনিস্ট। তিনি মানবমুক্তির জন্যে মৃত্যু পর্যন্ত লড়াই-সংগ্রাম করে গেছেন। শোষণ মুক্তির সংগ্রাম করেছেন শ্রমিক শ্রেণির রাজত্ব কায়েম করতে। তাই তিনি প্রথমে বদলি শ্রমিক হয়ে লতিফ বাওয়ানী জুট মিলে কাজ নেন শ্রমিকদের সংগঠিত করতে। তিনি ১৯৯২ সালে পার্টির ক্রান্তিকালে হাল ধরেছেন। কমিউনিস্ট পার্টির এ পর্যন্ত ধারাবাহিক সংগ্রামে তাঁর অনবদ্য ভূমিকা ছিলো। একজন বিপ্লবী হিসেবে তিনি ছিলেন নিবেদিত ও নির্মোহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়