প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১০
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে প্রীতি সমাবেশ
কুরআন-হাদিস বিরোধী কোনো নির্দেশ কেউ দিলে সেটা পালন করবেন না
---------------------------আমীর অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মিয়াজি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের সংগঠনের জনশক্তি ও বিশিষ্ট জনদের সম্মানে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) মস্তান বাড়ি সংলগ্ন আল-আমীন মডেল মাদ্রাসা হলরুমে মাগরিব নামাজশেষে শুরু হয়ে রাত আনুমানিক সাড়ে ৯টা পর্যন্ত চলে কোরআন মজিদ থেকে আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মিয়াজি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আলেম ওলামা যে হোক না কেন, অন্যায়ভাবে কুরআন-হাদিসবিরোধী কোনো নির্দেশ দিলে সেটা আপনারা পালন করবেন না। এ সময় তিনি পবিত্র কুরআন ও হাদিসের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের নির্দেশ দেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। ওয়ার্ড সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক শেখ মো. বেলায়েত হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. শেখ সালেহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আ. শুক্কুর মস্তান প্রমুখ।