শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

কচুয়ায় ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অধিবেশন

ফরহাদ চৌধুরী
কচুয়ায় ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অধিবেশন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হারিচাইল প্রধানীয়া বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত গোহট উত্তর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ¦ দুলাল প্রধানীয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রসেনা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শাহপুরীর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখার সভাপতি মৌলভী আলহাজ¦ আব্দুল হক শাহজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, আহলে সুন্নাত ওয়াল কচয়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাও. আলমগীর শাহ আলকাদরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টার ও যুবসেনা বরুড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি আমিনুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের গোহট উত্তর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সম্পাদক ইমাম হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, মিয়ার বাজার খানকা শরীফের পরিচালক আবু আব্দুল্লাহ নয়ন, মিয়ার বাজার ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ছাত্রসেনা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতক্রমে সাহেদ গাজীকে সভাপতি ও আহসান হাবীবকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৭৫ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্রসেনা ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়