প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
হাইমচরে দক্ষিণ আলগীর ৯নং ওয়ার্ড বিএনপির যৌথসভা
হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) বিকেলে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। এ সময় তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন রাজনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করতে আওয়ামী লীগ সরকারের বাধার সম্মুখীন হয়েছে। আমিসহ আমার সহযোদ্ধাদেরকে মামলা হামলা দিয়ে লাঞ্ছিত করেছে। ঠিকমতো নিজ বাড়িতে ঘুমাতে পারিনি। বহুবার জেলে যেতে হয়েছে। অনেক দুঃখের সময় পার করে গোপনে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। গত ১৫ বছর মানুষ ঠিকভাবে ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র- জনতার আন্দোলনে দেশ থেকে বিতাড়িত হয়ে ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে যে সকল কাজ হয়েছে, তার থেকে বেশি লুটপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তবে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ মার্কায় দিতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা এতো পাপ করেছেন যে, তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। যেদিন তাদের পাপের প্রায়শ্চিত্ত হবে, সেদিন তারা এই দেশে আসতে পারলেও ক্ষমতায় আসতে পারবে না। কারণ তারা জনগণের মন থেকে চিরতরে মুছে গেছে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনু ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম গোলদার। উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।