রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ও শপথ

চিহ্নিত স্বার্থান্বেষী মহল দেশকে অদৃশ্যভাবে গিলে খাচ্ছে : শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক
চিহ্নিত স্বার্থান্বেষী মহল দেশকে অদৃশ্যভাবে গিলে খাচ্ছে : শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, দেশ আজ চতুর্মুখী সংকটে নিপতিত। প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে এ দেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে যাচ্ছে। অথচ এদেশের হিন্দু সম্প্রদায় মায়ের কোলের মতো নিরাপদে বসবাস করছে এবং তাদের ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। শুধু তাই নয়, ধর্মীয় উৎসবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। দেশের সাধারণ নাগরিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দেয়া হচ্ছে। তারপরও দেশকে অশান্ত করার জন্যে অসত্য তথ্য ছড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী। এদিকে ৫ অাগস্টের পরে একটি সুন্দর নিরাপদ সমাজ বিনির্মাণে আমরা আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করার যেখানে কথা ছিলো, তা না করে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলে আমরা মরিয়া হয়ে উঠেছি। ঐ সমস্ত চিহ্নিত স্বার্থান্বেষী মহল দেশকে অদৃশ্যভাবে গিলে খাচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সকল অন্যায় অপরাধে পুনরায় স্বর্গরাজ্যে পরিণত করছে। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ, ছাত্র-জনতার অসংখ্য জীবন ও রক্তের বিনিময়ে এতো চড়ামূল্য দিয়ে যে দেশকে মুক্ত করা হলো, আর সে রক্তের দাগ না শুকাতেই আবার ফ্যাসিস্ট চরিত্র সমাজে প্রকাশিত হবে এটা মেনে নেয়া যায় না। যারা আমরা এ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, আজ আমাদেরকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই সমাজে পুনরায় যাতে ভিনদেশী দালাল এবং কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র শাসক তৈরি না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে । ফ্যাসিস্ট তৈরি হওয়ার সকল পথ বন্ধ করতেই আমরা নির্বাচনের গতানুগতিক পদ্ধতির সংস্কার চেয়েছি এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতির ব্যবস্থা করলেই স্থানীয়ভাবে সকল পেশী শক্তি ও কালো টাকার পথ বন্ধ হবে এবং সকল ভোটের মূল্যায়ন হবে । সকল দলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত সংসদ তৈরি হবে, যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে, দেশ গঠনে সকলের ভূমিকার সমন্বয়ে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর ১৫নং ওয়ার্ড শাখার সভাপতি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, চাঁদপুর শহর শাখা, মোঃ শরীফ মৃধা, সেক্রেটারি, চাঁদপুর শহর শাখা, মো. মাহবুব ইমরান মাসুম, সভাপতি, ৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌর শাখা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ মো. ওমর ফারুক। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়