রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

চান্দ্রা ইউনিয়ন খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ

পতিত স্বৈরাচারের প্রধান টাৰ্গেট ছিলো ইসলাম ও আলেম সমাজ : জেলা সেক্রেটারি আবুল কালাম আযাদ

অনলাইন ডেস্ক
পতিত স্বৈরাচারের প্রধান টাৰ্গেট ছিলো ইসলাম ও আলেম সমাজ : জেলা সেক্রেটারি আবুল কালাম আযাদ

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি আবুল কালাম আযাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচারের প্রধান টার্গেট ছিলো ইসলাম এবং আলেম ওলামা। কিন্তু ইসলামের ধারক-বাহক আলেম সমাজ বরাবরই ইসলামের পক্ষে দাঁড়িয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী শিক্ষা ও খেলাফতের আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্যে কাজ করতে হবে। ইউনিয়ন সভাপতি হাফেজ কাউছার আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাও. কবির হোসাইন, সদর দক্ষিণের সভাপতি মাও. ওমর ফারুক, ছাত্র মজলিসের শহর সভাপতি মো. জহিরুল ইসলাম প্রমুখ । অধিবেশনের অন্যান্য আলোচ্য বিষয় ছিলো--১) ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা; ২) ইসলামি শিক্ষা প্রসারে ইউনিয়নবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধি; ৩) তরুণ প্রজন্মের মধ্যে খেলাফতের আদর্শ ছড়িয়ে দেয়ার জন্যে দায়িত্বশীলদের উদ্যোগ নেয়া। সভাশেষে ইউনিয়নের দায়িত্বশীলগণ খেলাফত মজলিসের আদর্শ বাস্তবায়নে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেন।-প্রেস বিজ্ঞপ্তি। ১২নং চান্দ্রা ইউনিয়ন খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সেক্রেটারি আবুল কালাম আযাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়