বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:৫৩

বাসদের কেন্দ্রীয় সদস্য কমরেড আবদুর রাজ্জাকের ওপর হামলায় প্রতিবাদ সভা

বাসদের কেন্দ্রীয় সদস্য কমরেড আবদুর রাজ্জাকের ওপর হামলায় প্রতিবাদ সভা
কুমিল্লা জেলা দলের সাথে জয়লাভকারী চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। ছবিটি চট্টগ্রামে যাওয়ার আগে চাঁদপুর স্টেডিয়ামে তোলা।
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা বাসদের সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাকের ওপর হামলা ও নির্যাতনে তিনি মারাত্মক আহত হয়ে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাম্প্রদায়িক গোষ্ঠীর এমন হামলায় বাসদ-চাঁদপুর জেলার উদ্যোগে নতুনবাজার মোড়ে বুধবার বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, মহিলা ফোরামের জেলা সভাপতি বাসদ নেতা কমরেড দিপালী রাণী দাস, জেলা বাসদ নেতা ও জেলা কৃষক ফ্রন্টের সভাপতি হারুনুর রশিদ, জেলা বাসদ নেতা জিএম বাদশা, শ্রমিক ফ্রন্ট সদর কমিটির আহ্বায়ক আবু তাহের বন্দুকসী প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েকদিন পূর্বে মহীয়সী নারী ও শিক্ষানুরাগী, মানবদরদী সমাজ উন্নয়নের অগ্রণী সৈনিক নওয়াব ফয়জুন্নেছার ছবি এবং ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এফ. এফ. কমান্ডার রফিকুল ইসলামের ভাস্কর্যের উপর কালো কালি লেপন করে ছবির বিকৃতি ঘটানো হয়েছে। বেশ কয়েকদিন অতিবাহিত হলেও কুমিল্লা জেলা কর্তৃপক্ষের অবহেলায় তা পরিষ্কার না করায় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা বাসদের সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক বিবেকের ও দায়িত্ববোধের তাড়নায় বাধ্য হয়ে স্বউদ্যোগে ছবিগুলো পরিষ্কার করার সময় একদল মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে, কিল-ঘুষি এমনকি লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। স্থানীয় কিছু বিবেকবান মানুষ মারাত্মক আহত কমরেড আবদুর রাজ্জাককে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়ে চিকিৎসা করাচ্ছেন।

এ ঘটনায় জেলা বাসদের নেতৃবৃন্দ কমরেড আবদুর রাজ্জাকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের জন্যে জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়