রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব

খেলাফত প্রতিষ্ঠার কাজ ঈমানদাররা ইবাদত হিসেবে করতে হবে : মুনতাসির আলী

অনলাইন ডেস্ক
খেলাফত প্রতিষ্ঠার কাজ ঈমানদাররা  ইবাদত হিসেবে করতে  হবে : মুনতাসির আলী
খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী।

সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন উপলক্ষে খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মুমিনরা খেলাফত প্রতিষ্ঠার কাজ ইবাদত হিসেবে করতে হবে। আমরা খলিফা বা আল্লাহর প্রতিনিধি হিসেবে এই জমিনে প্রেরিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. বোরহান উদ্দীন সিদ্দিকী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জামিরুল ইসলাম এবং কুমিল্লা উত্তর জেলার সভাপতি মাওলানা এমদাদ উল্ল্যাহ খান। সমাবেশটি পরিচালনা করেন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আযাদ। আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইব্রাহীম ও মাওলানা ইয়াসিন, উপজেলা প্রতিনিধি মাওলানা সুলতান আহমেদ (চাঁদপুর শহর সভাপতি), মাওলানা ওমর ফারুক (সদর দক্ষিণ), মো. ফাহাদ (ফরিদগঞ্জ), মাওলানা হাসান (হাজীগঞ্জ), মাওলানা আবরার (মতলব উত্তর) এবং মাওলানা তাওহীদুল ইসলাম (মতলব দক্ষিণ)। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম, মাওলানা কবির আহমেদ, মাওলানা কবির হোসাইন, মনির হোসাইন শিপন, মো. সেলিম রেজা, ইসলামী যুব মজলিসের আবু বকর খান, শ্রমিক মজলিসের মো. মোস্তফা, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি সাইফুদ্দিন, সেক্রেটারি আব্দুল্লাহ, আশেকে এলাহী এবং মো. জহির প্রমুখ। বক্তারা বলেন, খেলাফত প্রতিষ্ঠার কাজ একটি ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টির জন্যে করা হয়। তারা ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনের উর্বর ময়দানকে কাজে লাগিয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। সমাবেশে ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শাখা থেকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে নতুন উদ্দীপনার সঞ্চার করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়