বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫

তারেক রহমানের নির্দেশ : দলবাজি চাঁদাবাজি দখলদারি সন্ত্রাস করলেই বহিষ্কার

----শরীফ মো. ইউনুছ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
তারেক রহমানের নির্দেশ : দলবাজি চাঁদাবাজি দখলদারি সন্ত্রাস করলেই বহিষ্কার

মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) বিকেলে ফরিদগঞ্জ উপজেলাধীন ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন গোয়ালভাওর বাজারস্থ জিএফসি একাডেমি মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম মিজির সভাপতিত্বে ও সদস্য সচিব নয়ন বেপারী সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী ও উপজেলা বিএনপির সদস্য অ্যাড. মাসুদ গাজী। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম জুয়েল, নাজিমুদ্দিন মৃধা, সদস্য আবুল কালাম আজাদ জুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভুঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শহিদ জিয়ার আদর্শের ভিত্তি ধরে নূতনভাবে উন্নত-সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার কাজে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশ, দলবাজি, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাস করলেই প্রমাণের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এতে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। অতএব, বিএনপির সকল নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হলে কোনো প্রকার অন্যায়-অবিচার-সন্ত্রাস করতে দেয়া যাবে না। সবসময়ে বিপদে-আপদে, সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে হবে। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার কার্যক্রম জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়