রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:৩৫

ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুপক্ষের মধ‍্যে সংঘর্ষ

মো: জাকির হোসেন
ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুপক্ষের মধ‍্যে সংঘর্ষ
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুপক্ষের মধ‍্যে সংঘর্ষ । ছবি : সংগৃহীত

ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে দুপক্ষের মধ‍্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও আনন্দ মোহন কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির শৈশব (২২) এবং সিফাত (২৩)।

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে জেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধীদের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা শুরু হয়। এ সময় রিয়াদের সঙ্গে রিমন মিয়া নামের এক শিক্ষার্থীর তর্ক হয়। এ ঘটনার জের ধরে সভা শেষে রিয়াদ তার বন্ধুদের নিয়ে বাইরে আসলে রিমন, সিফাত, আকাশ ও ইমন তাদের ওপর হামলা চালান। এতে রিয়াদের বন্ধু শৈশব ও সিফাত নামের দুজন আহত হন। অভিযোগ উঠেছে, হামলাকারী রিমন মিয়া নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তার নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আশিকুর রহমান আশিক বলেন, দুপক্ষের মধ‍্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে।

কোতোয়ালি মডেল থানার পরির্দশক (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়