রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৩

চাঁদপুরে সব উপজেলা-পৌরসভার নতুন আমিরের নাম ঘোষণা করেছে জামায়াত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সব উপজেলা-পৌরসভার নতুন আমিরের নাম ঘোষণা করেছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্যে চাঁদপুর জেলার সকল উপজেলা ও পৌরসভায় দলটির নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।

জামায়াতের এই আমির বলেন, ১৫ বছর ধরে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন। চিকিৎসা চলাবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। তিনি হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্যে নির্বাচিত উপজেলা ও পৌরসভার আমির হলেন যাঁরা : চাঁদপুর শহর শাখার অ্যাড. মো. শাহজাহান খান, চাঁদপুর সদর উপজেলা শাখার মাও. আফছার উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলার মাও. ইউনুস, ফরিদগঞ্জ পৌরসভার মাও. মিজানুর রহমান, হাইমচর উপজেলার মাও. আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলার বিএম কলিম উল্লাহ, হাজীগঞ্জ পৌরসভার মাও. আবুল হাসানাত, শাহরাস্তি উপজেলার মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভার মাও. জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলার অ্যাড. আবু তাহের মেসবাহ, কচুয়া পৌরসভার মাও. আমিনুল হক মীর, মতলব উত্তরের অধ্যাপক আবুল বাশার দেওয়ান, মতলব দক্ষিণের আব্দুর রশিদ পাটওয়ারী ও মতলব পৌরসভার জসিম উদ্দিন প্রধানীয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়