রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৯:২৩

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হাফেজ্জী হুজুর (রহ.) সমাজকল্যাণ পরিষদের সীরাত কনফারেন্স

দ্বীন প্রচারে ও নবীর আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করছি : আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী

মোঃ আবদুর রহমান গাজী
দ্বীন প্রচারে ও নবীর আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করছি  : আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হাফেজ্জী হুজুর (রহ.) সমাজকল্যাণ পরিষদের সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী

হাফেজ্জী হুজুর (রহ.) সমাজকল্যাণ পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজধানীর শাপলা চত্বর গণহত্যায় ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টা হতে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৮১ সালে হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন। সে থেকে অদ্যাবধি এ সংগঠন দ্বীন প্রচারে ও নবীর আদর্শ বাস্তবায়নে এবং মানবতার কল্যাণে কাজ করছে। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়। তারা হিংস্রতা পছন্দ করেন না। ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে সাধারণ মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে শান্তির পথে গেছে। হাফেজ্জী হুজুর (রহঃ) সমাজকল্যাণ পরিষদ চাঁদপুরের আহ্বায়ক মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সচিব মুফতি মনিরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাও. মজিবুর রহমান হামিদী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, ঢাকা মহানগর শাখার তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মাও. মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন প্রমুখ। কনফারেন্সে উপস্থিত ছিলেন চাঁদপুর শহরের জিটি রোড তালুকদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা নোমান আহমদ, কোড়ালিয়া নূর পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আবদুর রহমান মিজি সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে শাপলা চত্বর গণহত্যায় ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ সকলের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়