বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২০:১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

তলবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কমিটির পরিচিতি ও আলোচনা সভা

রেদওয়ান আহমেদ জাকির
তলবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কমিটির পরিচিতি ও আলোচনা সভা
মতলবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান ও সাংগঠনিক সম্পাদক মোজাহের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকার। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ মোশারফ হোসেন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, সাইফুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন মিয়াজী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট শাহরাস্তি উপজেলা সভাপতি আবু সাঈদ মিয়া, চাঁদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক শাহআলম, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যাজোটের সহ-সভাপতি এবিএম শাহআলম, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মন্টু, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূরে আলম সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আমীন, গীতা পাঠ করেন মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসুদন রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়