শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৯

বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক

বালিয়া ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা, সেটা ধরে রাখতে হবে

স্টাফ রিপোর্টার
বালিয়া ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা, সেটা ধরে রাখতে হবে
ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে বালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, একটা নির্বাচন করতে হলে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। আর জনগণ তখনই বিএনপিকে ভালোবাসবে, ভোট দিবে যখন দেখবে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে খাই খাই ভাব নেই। বালিয়া ইউনিয়ন একটি বিএনপি অধ্যুষিত এলাকা। এই ইউনিয়নে বিএনপির সাথে জনগণের সম্পৃক্ততা ধরে রাখতে হবে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ মানিক আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল এদেশের জনগণের দল, তৃণমূলের দল। ৫ আগস্টের আগে আমরা এভাবে কর্মী সমাবেশ করতে পারতাম না। আমাদের শত্রু চির শত্রু আওয়ামী লীগ। আমরা আমাদের কর্ম দিয়ে জনগণের মন জয় করতে হবে। আমরা এখানে এসেছি আপনাদের থেকে সঠিক তথ্য জানার জন্যে। যার বিরুদ্ধে অভিয়োগ আসবে যে, আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, চাঁদাবাজি করে, মানুষের জমি দখল করে, নির্যাতন করে তার দায় কিন্তু ব্যক্তির। এ রকম কোনো অভিযোগ যদি আসে, হলফ করে বলতে পারি, অবশ্যই তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা এখানে একটি জনসভা করতে চাই।প্রতি ইউনিয়নেই আমরা করবো।আপনারা কবে করবেন থানা বিএনপির সাথে আলোচনা করে জানাবেন।

তিনি বলেন, নির্বাচন করতে হলে জনগণের ভালোবাসা প্রয়োজন। আর জনগণ তখনই ভালোবাসা দেখাবে যখন দেখবে বিএনপি নেতা-কর্মীরা জনগণের জন্যে কাজ করছে। মহিলা দলকে সাহস দিতে হবে। ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছাতে হবে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের নিয়েও কাজ করতে হবে। কারণ বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালি উল্যাহ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী ও যুগ্ম সম্পাদক ডাক্তার ফারুকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, জেলা বিএনপির সদস্য মাসুদ রায়হান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক শরীফ খান, উপদেষ্টা জিএম জহিরুল ইসলাম প্রমুখ ।

সভায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান কাজল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সভাপতি উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান, ইউনিয়ন যুবদলের সভাপতি এজাজ তালুকদার, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ছাত্রদলের সভাপতি হাবিব উল্লাহ খান, সাধারণ সম্পাদক রমজান, মহিলা দলের নেত্রী রোকেয়া বেগম, স্বেচ্ছাসেবক দলের সুমন খান, মহসিনসহ বালিয়া

ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সভা শেষে শেখ ফরিদ আহমেদ মানিক ফরক্কাবাদ ডিগ্রি কলেজে যান।সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষক মণ্ডলী ও কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়