শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২১:২৩

জেলার সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

মিজানুর রহমান
চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিনদিনের মাহফিল শুরু
চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী মাহফিলের প্রথমদিন শুক্রবার জুমার নামাজের পূর্বে বয়ান করছেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (৮ নভেম্বর) থেকে চাঁদপুরে শুরু হয়েছে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল। শুক্রবার (৮ নভেম্বর) সর্ববৃহৎ জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শহরের পুরাণবাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে এই মাহফিল অনুষ্ঠিত শুরু হয়। জুমার নামাজের আগে বয়ান করেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং চাঁদপুরের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন এবং জুমার নামাজ আদায় করেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এ জুমার জামাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমান দলে দলে এসে জুমার জামাতে শরীক হোন। এক পর্যায়ে দেখা গেছে, মুসল্লিদের যেনো ঢল নেমেছে। এ সময় আল্লাহু জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ময়দান। নামাজ আদায় শেষে মোনাজাতে শরিক হন মুসল্লিরা। জুমার নামাজের খুতবা পাঠ ও নামাজের ইমামতি করেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।

প্রথম দিনের বয়ানে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেন, সব ধরনের অন্যায় কর্ম যেনো পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর শ্রেষ্ঠ সৃষ্টির কাছে এ প্রত্যাশাই করেন, তাঁর বান্দারা যেনো সব ধরনের অন্যায় ও পাপ থেকে মুক্ত থাকে। তারা যেনো কারো সঙ্গে জুলুম না করে এবং তার দ্বারা যেনো কোনো ধরনের মন্দ কর্ম সংঘটিত না হয়, সমাজে শান্তি বর্ষিত হয়, বৈষম্য দূর হয় এবং মানুষ যাতে তার অধিকার ফিরে পায়। সে যেনো নিজেকে এমনভাবে গড়ে তোলে, যাতে করে তার কথা ও কাজ দ্বারা সৃষ্টির কেউ যেনো কোনো ধরনের কষ্ট না পায়। আমি যদি নিজেকে একজন আল্লাহপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে।

এছাড়া আরো বয়ান করেন বিশিষ্ট আলেমগণ। উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল আমিন জিহাদী, সদস্য সচিব ও ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মাওলানা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবুল হাসানাত, মোহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, দেশের খ্যাতনামা বুজুর্গ আলেম-ওলামার অংশগ্রহণে ৮, ৯ ও ১০ নভেম্বর চাঁদপুরে‌ চরমোনাইর নমুনায় এই মাহফিল হচ্ছে।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ২০১৯ এবং ২০২১ সালে পুরাণবাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে চরমোনাইর নমুনায় এমন তিন দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিগত ২-৩ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে মাহফিল করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়