সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২২:৪০

মৌলিক প্রয়োজন পূরণে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব --- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাছুম

শামীম হাসান

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে জামায়াতের সৌজন্যে ঘর পেলো এতিম শিশুরা
ঘর হস্তান্তর শেষে দোয়া করছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাছুমসহ অতিথিবৃন্দ।

'মৌলিক প্রয়োজন পূরণে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। এটা আমাদের আন্দোলনের অন্যতম মৌলিক কাজ। জামায়াতের জন্মলগ্ন থেকেই আমরা এটা করে আসছি। এটা নিছক কোনো রাজনৈতিক কাজ নয়। আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হলে আল্লাহর হক এবং বান্দার হক উভয়ই আদায় করতে হবে। আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আর আমি যদি পেট পুরে খাই, তাহলে এই লেবাস-পোশাক দিয়ে আমরা খাঁটি মুসলিম হতে পারবো না।'

ফরিদগঞ্জে একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাছুম।

বুধবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ঘটনার বিবরণে জানা গেছে, চৌমুখা গ্রামের আমির হোসেন পাটওয়ারী সৌদিতে কর্মরত অবস্থায় ইন্তেকাল করেন। সেখানেই তার দাফন সম্পন্ন হয়। তিনি জামায়াতের একজন কর্মী ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী এবং তিন সন্তানের জীবনে ঘোরতর দুর্যোগ নেমে আসে। বিষয়টি জানতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। তারা একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেন। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাছুম। এ সময় তিনি মরহুম আমির আলী পাটওয়ারীর তিন সন্তানকে আদর করেন এবং তাদের খোঁজ-খবর নেন। জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হোসাইন, সাবেক আমীর মোঃ ইউনুছ হেলাল, সৌদী আরবের মক্কা প্রদেশের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আল কাসিম প্রদেশের সভাপতি ময়েজ উদ্দিন মুরান আল, ফরিদগঞ্জ পৌরসভার সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আমীর হোসেন পাটওয়ারীর এতিম সন্তানদের পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়