বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:২২

ছেংগারচর পৌর জামায়াতের কর্মী সম্মেলন

স্বৈরাচারের আমলে সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেন নি --ডাঃ আব্দুল মুবিন

মাহবুব আলম লাভলু
স্বৈরাচারের আমলে সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেন নি --ডাঃ আব্দুল মুবিন
মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মুবিন।

মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে ছেংগারচর সরকারি কলেজ অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মুবিন। তিনি বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে যেত। ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হতো না। মানুষজন পরাধীন ছিল। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেননি। শাসকগোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালী চেপে ধরেছিল।

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচএম রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাসার দেওয়ান। আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়