বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে

চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি উপেক্ষা করে শনিবার বিকেল ৫টার দিকে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক অঙ্গীকারের সামনে গিয়ে শেষ হয়। র আগে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হামলায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গত শুক্রবার ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গাড়ি বহর নিয়ে নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন।

পথিমধ্যে ঘোনাপাড়ায় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৩৫ নেতাকর্মীরা আহত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়