প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডঃ সাহেদুল হক মজুমদার
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এড. শাহেদুল হক মজুমদার সোহেল। তিনি জানান, তিনি বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে চান, দল যদি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে অংশ না নেয় সেই ক্ষেত্রে তিনি দলের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এড. শাহেদুল হক মজুমদার সোহেল শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের ওবায়দুল হক মজুমদারের সন্তান। ২০১৯ সাথে শাহেদুল হক মজুমদারের পিতা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
|আরো খবর
এছাড়া দাদা মরহুম আব্দুল খালেক মজুমদার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোহেল ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমানে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তুখোড় এ যুবনেতা দলের কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত, দলের যেকোনো মুহূর্তে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি আইনি সহযোগিতা দিয়ে নেতাকর্মীদের মাঝে আস্হাভাজন হয়ে উঠেছেন। নির্বাচন বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি দলের একজন সক্রিয় কর্মী, আমার দাদা জনপ্রতিনিধি ছিলেন, দলের দুঃসময়ে আমার বাবা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। আমি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সরকারের অত্যচার জুলুমের প্রতিবাদ হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। জনগণ আমাদের সাথে রয়েছে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমরাই বিপুল ভোটে বিজয়ী হবো।