মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৮:৫১

কোটা সংস্কারের দাবিতে

আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরাতে চাঁদপুর জেলা ছাত্রলীগের চেষ্টা

স্টাফ রিপোর্টার
আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরাতে চাঁদপুর জেলা ছাত্রলীগের চেষ্টা

সারাদেশের ন্যায় চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। পরে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদেরকে ঘরে ফিরে যেতে বলেন ও বারবার অনুরোধ করেন।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের একটি বিশাল মিছিল বের করা হয়।

এসময় সিনিয়র সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, রিয়াজ হোসেন পাবেল, যুগ্ম সম্পাদক টিটু, আল-আমিন, মাসুদ,

সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেক রাসূল জাওয়াদ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসাইন বেপারী, সাইফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন বলেন, আমরা তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছি, কিন্তু তারা আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে জনদূর্ভোগের সৃষ্টি করে।

তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল থেকে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের

সিয়াম, জসিম, শিহাব, মাসুদসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ক্যাপশান।। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের একটি বিশাল মিছিল বের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়