মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ৭ অক্টোবর

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ৭ অক্টোবর
প্রতীকী ছবি

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কুমিল্লা- ৭ আসনের উপনির্বাচন সহ ২৩ টি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ও ঘোষণা করা হয়। আগামী ১৩ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। প্রর্থীতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। করোনা কালীন সময়ে সকল নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। করোনার প্রাদূর্ভাব কমে আসায় স্হগিতকৃত উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়। উপ নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের একাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা দিলেও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের তেমন কোন প্রার্থী লক্ষ্য করা যায়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলা পরিষদের উপ নির্বাচন কতটা জমে উঠবে তা এখন দেখার বিষয়। তফসিল ঘোষণার পর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা দৌড় ঝাঁপ শুরু করেছে। কে হবেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়