প্রকাশ : ১৬ জুন ২০২১, ১৪:৩৩
ফরিদগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় আবুল খায়ের পাটওয়ারী
আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভা করেছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতিত্ব করেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি নাম নয়, একটি ইতিহাস, ঐতিহ্যের ধারক। গত ৭১ বছরে ধরে আপামর জনগণের জন্য কাজ করে যাওয়া দল আওয়ামী লীগ। এটি ক্যান্টনমেন্টে হওয়া দল নয়। প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত দলটি একই নীতি ও আদর্শ ধারণ করে চলে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দলের প্রতিষ্ঠাকালীন থেকে দলটিকে নানা চড়াই উৎরাই পেরিয়ে আঁকড়ে ধরেছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধেও বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে তারা আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে চেয়েছিল। কিন্তু পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আজও আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।
|আরো খবর
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লাহ তপদার, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, অহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, নির্বাহী কমিটির সদস্য হাসান আব্দুল হাই, মোঃ শাহআলম, আবু তালেব সর্দার, কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী, সম্পাদক সফর আলী প্রমুখ। আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৩জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালনের সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে ২৩জুন আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। আশা করছি দলের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।