শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৫:০৮

গাড়ি পোড়ানো মামলায় হাজিরা দিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম
গাড়ি পোড়ানো মামলায় হাজিরা দিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক মানিক

চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্যান্য নেতা কর্মীগণ। ৩১ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ফারহানা ইয়াসমিন-এর আদালতে জেলা বিএনপি'র আহবায়কসহ অন্যান্য নেতা কর্মীগণ হাজিরা দেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু জানান, চান্দা গাড়ি পোড়ানো ও ঘোষেরহাট এলাকায় গাড়ি পোড়ানো দুটি মামলায় জেলা বিএনপি'র আহবায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা এ দু'টি মামলায় হাজিরা দিয়েছেন। মামলা দুটি হচ্ছে এসএসসি ৭৬ ও সন্ত্রাস ১।

জেলা বিএনপি'র আহবায়ক আদালতে হাজিরা দিতে আসলে তার সাথে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে এসে উপস্থিত হন। এ দুটি মামলায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয় ২০১৫ সালে। দুটি মামলার সাথে জড়িত আসামিরা নিয়মিত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়