শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

উদীচীর দ্বাদশ জাতীয় গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন

উদীচীর দ্বাদশ  জাতীয় গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন
অনলাইন ডেস্ক

❝কন্ঠ রোধের কানুন ভেঙ্গে

কন্ঠ ছেড়ে গান ধরেছি❞--শ্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলা উদীচীর দ্বাদশ জাতীয় গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও উৎসবের উদ্বোধন করেন সংগঠনের বিপ্লবী সভাপতি মুক্তিযুদ্ধের শব্দসৈনিক কৃষ্ণা সাহা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজি।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কন্ঠশিল্পী মৃণাল সরকার, উদীচী হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানাউল্লাহ পাটোয়ারী সোহেল।

সভায় বক্তব্য রাখেন উদীচীর সম্পাদক মণ্ডলীর সদস্য জাফর আহমেদ, সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে ও মুক্তমনা মানুষ সৃষ্টি তৈরি করতে উদীচীর মত সংগঠনকে আমাদের শক্তিশালী করতে হবে। তিনি তার বক্তব্যে আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যে অপসংস্কৃতির বিরাজমান সেই অপসংস্কৃতি দূর করতে উদীচীকেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক উদীচী চাঁদপুর জেলার সভাপতি মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক কৃষ্ণা সাহা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কণ্ঠশিল্পী মৃণাল সরকার, সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সহযোদ্ধা মৈত্রী দত্ত ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়