মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ২১:১৮

শাহরাস্তিতে ট্রাক প্রতিকের বিশাল জনসভা

নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি, ৫ টি বছর আমাকে সুযোগ দিন : সফিকুল আলম ফিরোজ

নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি, ৫ টি বছর আমাকে সুযোগ দিন : সফিকুল আলম ফিরোজ
শাহরাস্তি ব্যুরো

৪ জানুয়ারি বিকেলে উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর ৫ আসনের ট্রাক প্রতিকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষারের সঞ্চালনায় ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সফিকুল আলম ফিরোজ জনগণের উদ্দেশ্যে বলেন, শাহরাস্তি হাজীগঞ্জ এলাকার জনগণের দুর্দশা লাগবে আমি প্রার্থী হয়েছি। লাঞ্ছিত নিপীড়ীত নেতাকর্মীদের অনুরোধে আমি আপনাদের পক্ষে দাড়িয়েছি। এই জনপদের মানুষ দীর্ঘ দিন যাবৎ নির্যাতিত হয়ে আসছে। আমি সৌভাগ্যবান ১৫ দিনে আপনারা আমাকে আপন করে নিয়েছেন। আমাদের নৌকা প্রতিকের প্রার্থী ২১ বছর স্যার-ই থেকে গেগেছ। আমাকে ৫ টা বছর সুযোগ দিন আমি আপনাদের পাশে থেকে থাকবো। আপনাদের এই জনস্রোত প্রমাণ করে আপনারা পরিবর্তন চান। আজ থেকে আমার আর দুঃখ নেই আমি মনে করি আমি আপনাদের প্রতিনিধি হয়ে গেছি। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। তিনি বলেন, আমি ছাত্র লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেছি এখনো এই তকমা গায়ে নিয়ে বেড়াচ্ছি। ৭৫-৮০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি ধরে রেখেছি। আমরা সুযোগ পেয়েছি ভোটাধিকার প্রয়োগ করার আপনারা আত্মীয় স্বজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমি নির্বাচিত হলে স্মাট বাংলাদেশের উন্নয়ন আপনাদের ঘরে পৌঁছে যাবে।

জনসভার বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, আওয়ামীলীগের নেতা খিজির হায়দার, রেজাউল করিম মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাসার প্রমূখ।

জনসভায় বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে জনসভায় যোগ দেয়। ট্রাক প্রতিকের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে জনসভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়