শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ২০:৩৭

গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানকে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানকে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

২১শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত বেগম আইভী রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা আওয়ামীলীগ। ২৪শে আগস্ট মঙ্গলবার প্রায়াত রাস্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও শহীদ বেগম আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে এ শ্রদ্ধা জানানো হয়।

এদিনে সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং নিহত বীর মুক্তিযোদ্ধা বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামসহ অন্যরা এবং মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ ব্যপারে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এক বিবৃতিতে বলেন , বীর মুক্তিযোদ্ধা বেগম আইভী রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।

নেতৃবৃন্দ বলেন, ২১ আগস্ট শুধু একটি রাজনৈতিক বিষয় নয়। ২১ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বাঙালি জাতির ইতিহাসে একটি কলংকিত কালো অধ্যায়। যে কলংকিত অধ্যায় শুরু হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে। এরপরও ঘাতকচক্ররা থেমে থাকেনি। তারা বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়।

তারা বলেন, ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেওয়া এবং দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু আল্লাহর রহমত ও বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি। তিনি এখনো মানুষের কল্যাণে দেশের অগ্রযাত্রাকে প্রসারিত করতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। তাই ২১ শে আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। চাঁদপুর জেলা আওয়ামীলীগ তার সাথে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়