রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:০৪

আটক নেতাদের মুক্তির দাবি

শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা পিছ পা হব না : অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার
শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা পিছ পা হব না : অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও চাঁদপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ অপরাপর নেতা-কর্মী যারাই জেলে আছেন তাদের মুক্তি দাবি করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। সেই সাথে ঢাকার রাজপথে আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক এমপি প্রার্থী এমএ হান্নানসহ চাঁদপুর ও ঢাকার কারাগারে বিএনপির শত শত নেতা জেলে। সকলের মুক্তি দাবি করেন তিনি। ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে অবিলম্বে পুলিশি গ্রেপ্তার অভিযান বন্ধ ও আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি চাঁদপুরেও পালিত হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপি পিছ পা হবে না, আন্দোলন চলবেই। তিনি জানান, চাঁদপুর জেলায় নতুন করে প্রায় ১০টি মামলা করা হয়েছে। সবই মিথ্যা ও গায়েবী মামলা। ২৮ অক্টোবর থেকে এ যাবৎ চাঁদপুরে এ সব মামলায় শতাধিক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন কারাগারে আছেন। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নেতা-কর্মীদের মুক্তি চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়