শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১৯:২২

চাঁদপুরের ৫ টি আসনে লাঙ্গলের মনোনয়ন চান ১৩ জন প্রার্থী

চাঁদপুরের ৫ টি আসনে লাঙ্গলের মনোনয়ন চান   ১৩ জন প্রার্থী
গোলাম মোস্তফা

চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে আগামী দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে জাতীয় পাটির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। তবে এই সকল প্রার্থীদের মধ্যে সকলেই পুরুষ।

চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী প্রতীকের জন্য দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দেন। আগামী দু’এক দিনের মধ্যে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা যায়।

চাঁদপুর-১ (কচুয়া) :

এ আসনে জাতীয় পাটির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ৩ জন। এরা হচ্ছেন : সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ শহীদুল ইসলাম। জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফ্রান্স শাখা জাতীয় পাটির সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা আবু জাহেদ।

চাঁদপুর-২ ( মতলব উত্তর ও দক্ষিণ) :

এ আসনে ২ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।তারা হলেন : জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি এমরান হোসেন মিয়া ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফ খান।

চাঁদপুর-৩ ( সদর ও হাইমচর) :

আসনে ৩ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা হলেন : জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক অ্যাডঃ মহসীন খান ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফ খান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) :

এ আসনে ৩ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা হলেন : জাতীয় পাটির চেয়ারম্যানের বৈদেশিক ও বানিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশীদ সুমন, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনির, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির কেন্দ্রীয় নেতা হাফেজ মাহমুদুল আনোয়ার।

চাঁদপুর-৫ ( হাজীগঞ্জ ও শাহরাস্তি) :

এ আসনে ২ জন মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দেন। তারা হলেন : জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা জিয়াউর রহমান বিপুল ও জাতীয় মৎস্যজীবি পাটি কেন্দ্রীয় কমিটির নেতা ওমর ফারুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়