বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১৭:৫২

সাবেক প্রধানমন্ত্রীর জন্য সাবেক ছাত্রদল নেতাদের দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রীর জন্য সাবেক ছাত্রদল নেতাদের দোয়া ও আলোচনা সভা
কামরুজ্জামান টুটুল

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য হাজীগঞ্জের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ পশ্চিম বাজারস্থ এক ফুড প্যাভেলিলিয়নে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভপ্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম মিয়াজী।

উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁদপুর ৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) বিএনপির সমন্ময়ক লায়ন ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আওয়ামী শাসনামলে এবং বিএনপির দুঃসময়ে চলমান রাজনীতিতে চাঁদপুর জেলাসহ হাজীগঞ্জ-শাহারাস্তিতে ইঞ্জি. মমিনুল হকের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বিএনপি।

বক্তরা বলেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে এবং আরো যারা আসতে পারেনি, তারা সবাই কেন্দ্রীয় সিদ্ধান্তে ও ইঞ্জি. মমিনুল হকের ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেছে এবং তারা এখনো পিচডালা রাজপথে রয়েছে। সবাই মামলা-হামলার শিকার ও নির্যাতিত। অথচ তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমাদের এখানে এক শ্রেণির সুবিধাভোগি যারা আছেন,তাদেরকে আমরা চিনি। আমরা সবাই তাদের থেকে দুরে থাকবো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাস সাহেদ।

এসময় ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম কাজী মামুন, বাকিলা ইউনিয়নের সাবেক সভাপতি রুবেল খাঁন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী, কালচোঁ দক্ষিন ইউনিয়নের সাবেক আহবায়া আব্দুল গাফফার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুদ্দিন খাঁন নূর প্রমুখ।

বক্তব্য শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ দলীয় প্রয়াত সকল নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, ইব্রাহিম কাজী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সাবেক ছাত্রদলনেতা আবুল বাসার, কামাল হোসেন, মোরশেদ আলম হীরা, সুমন, ছামাদ পাটওয়ারী, সোহাগ ভুইয়া, সোহাগ, মাহমুদুল হাসান, জহির আহমেদ, রিপন মোল্লা, মানিক হোসেন, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম, ফজলে রাব্বী, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, রিয়াদ, কবির হোসেন, ছাত্রনেতা সুজন, আহাদ ও রবিনসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়