শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ জুন ২০২১, ২১:৩৭

বালু ব্যবসায়ী হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রীসহ চার সন্দেহভাজন আটক

বিমল চৌধুরী
বালু ব্যবসায়ী হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রীসহ চার সন্দেহভাজন আটক
রেহান উদ্দিন মিজি

চাঁদপুর শহরে বালু ও ড্রেজার ব্যবসায়ী খুন হওয়ার ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রেক্ষিতে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার দিন ২৪ জুন রাতেই খুন হওয়া রেহান উদ্দিন মিজির দ্বিতীয় স্ত্রী স্বপ্না বেগমসহ সন্দেহভাজন ৪জনকে আটক করেছে পুলিশ। এদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয় বলে পুলিশ জানায়।

এ খবরের সত্যতা স্বীকার করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ। তিনি জানান, খুন হওয়া ব্যবসায়ী রেহান উদ্দিনের প্রথম স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা খুনের ঘটনা উদ্ঘাটনের জন্যে জোর চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে নিহত রেহান উদ্দিনের দ্বিতীয় স্ত্রীসহ ৪ জনকে আটক করেছি। তবে রেহান উদ্দিন যে দ্বিতীয় বিবাহ করেছেন তা তার প্রথম স্ত্রী পারভিন বেগম জানেন না বলে জানান।

২৪ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ট্রাকরোড খান বাড়ি সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ড্রেজার ও বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা দুর্বৃত্তরা রেহান উদ্দিনকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেছে।

এ ঘটনার তদন্তে গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় চাঁদপুর মডেল থানায় উপস্থিত থেকে খুন হওয়া রেহান উদ্দিনের দ্বিতীয় স্ত্রী স্বপ্না বেগমসহ আটককৃতদের ব্যাপক জিঞ্জাসাবাদ করেন।

খুন হওয়া রেহান উদ্দিন মিজি পাশর্^বর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া এলাকার মৃত আবদুর রব মিজির ছেলে। তিনি ওই ফ্ল্যাটে গত দু’ বছর যাবত প্রথম স্ত্রী পারভীন বেগমসহ ভাড়া থাকতেন। তামান্না শারমিন ভিলার মালিকের পক্ষে তাফাজ্জল হোসেন তাফু পাটোয়ারী জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে রেহান উদ্দিন মিজি তাদের বাসায় ভাড়ায় উঠেন।

এ ঘটনায় রেহান উদ্দিন মিজির প্রথম স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে চাঁদপুর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেয়া হয়েছে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরীকে।

উল্লেখ্য, রেহান উদ্দিন মিজি ২০১৯ সালে সাপদী গ্রামের স্বপ্না বেগমকে প্রথম স্ত্রীর অজান্তে বিবাহ করেন। এদিকে গতকাল বাদ আছর নিহত রেহান উদ্দিন মিজিকে চাঁদপুর বড়স্টেশন এলাকাস্থ রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়