শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির দোয়া মাহফিলে নেতৃবৃন্দ

আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে

আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও নিঃশর্ত মুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট সোমবার বাদ আছর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী।

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সভাপ্রধানে ও যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় দোয়াপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।

বক্তারা বলেন, অবৈধ শেখ হাসিনা সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। তারা বিএনপিকে ধ্বংস করার জন্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি গুম-খুন ও নির্যাতন-নিপীড়ন করছে। দেশের গণতন্ত্রকে পদদলিত করার চক্রান্ত করছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশের জনগণকে মুক্তি দিতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। শুধুমাত্র দোয়ার আয়োজন করে বেগম খালেদা জিয়ার মুক্তি আনা সম্ভব নয়। এই দোয়ার পাশাপাশি স্বৈরাচারী সরকারকে দাওয়াই দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ ইতিহাস বলে, আন্দোলন ছাড়া কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়