প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ২২:০৯
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় টেলিকনফারেন্সে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
সরকারের উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার দায়িত্ব আপনাদের
চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর-৩ আসনের তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে এখন থেকে কাজ করতে হবে। আর এ কাজের অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার আমলের সকল উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মূল দায়িত্ব আপনাদের পালন করতে হবে। সাধারণ জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।
|আরো খবর
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল ৪ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা বেগম মুন্নীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিডু মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ছাত্তার সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আয়েশা আক্তার শ্যামলী, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম ও ফাতিহা বারী, চাঁদপুর পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ দুলাল গাজী ও সৈয়দ হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, সদস্য অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, দিলদার হোসেন লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল রাফি মাল ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনির হোসেন ও গীতা পাঠ করেন মধুসূদন দাস। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের মারা যাওয়া তিন নেতার রূহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।