প্রকাশ : ২৭ জুন ২০২৩, ২২:৩৩
নেতারা কে কোথায় ঈদ করবেন
মন্ত্রী এমপি ও রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের অনেকেই এবার চাঁদপুরের নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। চাঁদপুর -৩ চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি জানিয়েছেন পবিত্র ঈদুল আযহার তিন দিন তিনি ঢাকা ও চাঁদপুরে ঈদ করবেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এই ঈদেও চাঁদপুরে ঈদের নামাজ আদায় করে এখানে ঈদ উদযাপন করবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর ২ আসনের মতলব উত্তরে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবেন।
অপরদিকে, হাজিগঞ্জ শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ ও মতলব উত্তর দক্ষিণ নির্বাচনী এলাকায় বর্তমান সংসদ সদস্যগণ ও সেখানকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতারা ও আওয়ামী লীগ বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্য নেতারাও চাঁদপুরে আসবেন এবং ঈদ উদযাপন করবেন বলে জানা যায়।
অনেকে অবশ্য ঈদের আগেই নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। আবর ঈদের দিন,ঈদের পরের দিনও এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের।
সামনে জাতীয় নির্বাচন বেশির ভাগ রাজনীতিবিদ এবার নিজ এলাকায়
অবস্থান করবেন। নামাজ শেষে নির্বাচনি এলাকায় যাবেন কেউ কেউ। তবে তারা নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকে নির্বাচনি এলাকায়ও ঈদ করবেন। যোগ দেবেন নানা সামাজিক অনুষ্ঠানে।