প্রকাশ : ২০ জুন ২০২৩, ২০:৩৫
আবদুস শুক্কুর পাটোয়ারী পুনরায় জেলা বিএনপির সহ-সভাপতি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভোটাধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে, বিএনপি’র আন্দোলন সংগ্রামকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল (২০ জুন) মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি এবং এডভোকেট সলিম উল্যাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত ১৫২ সদস্য বিশিষ্ট কমিটিতে আবদুস শুক্কুর পাটোয়ারীকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় হয়। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীকে পুনরায় সহ-সভাপতি মনোনীত করায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে উচ্ছাস আর প্রাণ চাঞ্চল্য। এদিকে আবদুস শুক্কুর পাটোয়ারীকে জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় তৃণমুলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানকে।
এক প্রতিক্রিয়ায় আবদুস শুক্কুর পাটোয়ারী বলেন, আমাকে পুনরায় জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় দলের চেয়ারপার্সন তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। এসময় তিনি আরও বলেন, আমি দলের যেকোন কর্মকান্ডে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছি। তাই আমার উপর আবারও যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে, মতলবের নেতাকর্মীদের নিয়ে আমি তা সঠিক ভাবে পালন করবো। বিগত দিনে আমি নেতাকর্মীদের নিয়ে যেভাবে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলাম। আগামী দিনেও রাজপথে সেভাবে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।