শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৯:২২

মতলব উত্তরে আ'লীগ দু'গ্রুপে সংঘর্ষ, একজন নিহত

মিজানুর রহমান
মতলব উত্তরে আ'লীগ দু'গ্রুপে সংঘর্ষ, একজন নিহত

চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। ১৭ জুন শনিবার বিকাল সাড়ে ৪টায় বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোবারক হোসেন বাবু (৪৮)। সে যুবলীগের কর্মী ও মায়া চৌধুরীর অনুসারী বলে জানা যায়। স্থানীয় আওয়ামী লীগের গ্রুপ পলিটিক্স নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগের দুটি পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দু গ্রুপ হচ্ছে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মায়া গ্রুপ এবং অপর পক্ষ নুরুল আমিন রুহুল এমপি লোক মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান গ্রুপ। যদিও ঘটনাস্থলে পুলিশ আসায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, হাসপাতালে নেয়া হলে এক যুবক নিহত হয়। অপর একজন আহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। স্থানীয় সূত্রে জানা যায় ,মতলব উত্তর আওয়ামী লীগ রাজনীতিতে ত্রিমুখী গ্রুপিং চলমান। এক গ্রুপের নেতৃত্বে আছেন দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বীর বিক্রম,অপর গ্রুপে স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল ও আরেকজন হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন। এদের অনুসারীরাই স্থানীয় আওয়ামী লীগে বিভক্ত ও রেষারেষিতে জড়িয়ে আছেন। ইতিপূর্বেও মায়া চৌধুরী ও রুহুল এমপি অনুসারী গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়