সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় শিক্ষামন্ত্রী

নৌকার প্রশ্নে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ

নৌকার প্রশ্নে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ
স্টাফ রিপোর্টার ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন শুক্রবার বিকেলে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, আর মাত্র ছয় মাস বাকি। এ সময়ের মধ্যে প্রতিটি নেতা-কর্মীকে সকল প্রস্তুতি গ্রহণ এবং নির্বাচনকেন্দ্রিক প্রতিটি কেন্দ্র কমিটি পুনর্গঠন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে, দেশের মানুষ যে উপকৃত হচ্ছে এবং আমাদের জীবনমান উন্নত হয়েছে। আমার নির্বাচনী এলাকা চাঁদপুরে যেসব উন্নয়ন হয়েছে তা ভোটারদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি বিএনপি-জামাতের দুঃশাসন, দুর্নীতি, তাদের অগ্নিসন্ত্রাস ও অরাজকতা এবং তাদের সমস্ত অপরাজনীতির কথাও মানুষের সামনে তুলে ধরতে হবে।

আশাকরি আমাদের দলের প্রতিটি নেতা-কর্মী সচেতন। সরকারের উন্নয়ন, মানুষের কল্যাণের কথা এবং বিএনপি-জামাতের অপকর্মের কথাগুলো তাদের কাছে তুলে ধরবেন। যাতে জনগণ নৌকাতে ভোট দিতে উদ্বুদ্ধ হন। তাহলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য থাকতে হবে নৌকার প্রার্থীকে বিজয়ী করা। তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো দেশের প্রধানমন্ত্রী হবেন, আমাদের যে উন্নয়ন ধারা চলমান রয়েছে তা অব্যাহত থাকবে। দলের সবাই মিলে সেই কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি থাকাটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন আসন্ন। এ সময়ে সমস্ত ভুল বোঝাবুঝি মনোমালিন্য দূরে ঠেলে দিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী ও পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু।

৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন জমাদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হাওলাদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিপ্লব খান প্রমুখ।

বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়