প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন কি ১৭ জুন হচ্ছে?
আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কথা থাকলেও সম্মেলন হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে জন্যে জনমনে প্রশ্ন ১৭ জুন সম্মেলন আদৌ কি হবে? আবার সম্মেলন না হওয়ার নির্দেশনাও এখন পর্যন্ত আসেনি। এমতাবস্থায় দলের নেতা-কর্মীসহ স্থানীয় রাজনৈতিক মহলে জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই সম্মেলনকে ঘিরে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারীর বিলবোর্ড, ফেস্টুন শোভা পাচ্ছে শহর জুড়ে। এছাড়া সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়ার বড় আকারের একটি বিলবোর্ড চাঁদপুর স্টেডিয়াম এলাকায় দেখা মিলেছে। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি বড় ধরনের কয়েকটি বিলবোর্ড শহরের পালবাজার ব্রিজ চত্বরসহ আরো কিছু এলাকায় সাঁটানো হয়েছে। এছাড়া সম্মেলনকে ঘিরে আর কারো পোস্টার ব্যানার তেমন দেখা মিলছে না। নেতা-কর্মীদের মধ্যেও সম্মেলন বিষয়ে কোনো তৎপরতা চোখে পড়ছে না। অথচ পূর্বনির্ধারিত ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে আর মাত্র বাকি দু’দিন। কিন্তু আয়োজনের কিছুই নেই।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, সামনে ঈদুল আযহা। এ বছরের শেষদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এখন আর হয়তো জেলা সম্মেলন হবে না।
উল্লেখ্য, আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের (ত্রি-বার্ষিক কাউন্সিল) সম্মেলনের তারিখ নির্ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত চিঠি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রেরণ করা হয়।
১০ মে ইস্যু করা এ চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশক্রমে আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। এমতাবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। অথচ সেই সম্মেলনের তেমন কোনো কিছুই এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। আপাতত সবাই ধরে নিচ্ছে ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না।